অনাকাংখিত প্রমোশনাল মেসেজ বন্ধ করার জন্য Do Not Disturb (DND)
 
মোবাইল অপারেটর সমূহ বিভিন্ন প্রোডাক্ট এবং সার্ভিসের প্রচারণা কাজে প্রমোশনাল এসএমএস প্রদান করে থাকে। অনেক ক্ষেত্রে গ্রাহকগনের নিকট প্রমোশনাল এসএমএস প্রাপ্তি বিরক্তিকর বলে প্রতীয়মান হয়।এক্ষেত্রে গ্রাহকগণ Do Not Disturb (DND) সেবা চালু করে মোবাইল অপারেটরসমূহের নিজস্ব প্রমোশনাল এসএমএস প্রাপ্তি বন্ধ করতে পারবেন। বিটিআরসি হতে মোবাইল অপারেটর সমূহকে প্রতি মাসে অন্ততঃ একবার Do Not Disturb (DND) সেবা চালুকরণ সংক্রান্ত এসএমএস প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে যাতে করে গ্রাহকগণ সহজেই DND সেবা গ্রহণ করতে পারেন।
 
সেবা গ্রহণ পদ্ধতিঃ গ্রাহকগণ অপারেটরসমূহের DND সার্ভিসের কোডসমূহ যথাঃ গ্রামীনফোনের গ্রাহকদের *১২১*১১০১#, বাংলালিংক এর গ্রাহকদের *১২১*৮*৬#  এবং রবির গ্রাহকদের *৭# ডায়াল করে সেবাটি গ্রহণ করতে পারবে।
 
 
Do Not Disturb (DND) to block unwanted promotional messages
 
Mobile operators provide promotional SMS to promote various products and services. In many cases, receiving promotional SMS from customers seems to be annoying. In this case, customers can stop receiving their own promotional SMS by launching the Do Not Disturb (DND) service. BTRC has instructed mobile operators to provide SMS at least once a month regarding launch of Do Not Disturb (DND) service so that customers can easily avail DND service.
 
Process of Availing Service:  Customers will be able to activate DND  using service codes from operators such as Grameenphone subscribers by dialing *121*1101 #, Banglalink subscribers by dialing *121*8*6# and Robi subscribers by dialing *7#.