Notice Details
“The Bangladesh Telecommunication Regulatory Commission Regulation for Digital, Social Media and OTT Platforms, 2021” এর খসড়া ইতিপূর্বে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। উক্ত খসড়া রেগুলেশনের উপর পর্যবেক্ষণ, মতামত ও সুপারিশ প্রদানের সময়সীমা আগামী ০৫-০৩-২০২২ খ্রিঃ পর্যন্ত বৃদ্ধি করা হলো। উল্লেখ্য যে, উক্ত খসড়া রেগুলেশনের উপর পর্যবেক্ষণ, মতামত ও সুপারিশ e-mail: publicconsultation@btrc.gov.bd ঠিকানায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।