ISP এর মাধ্যমে শিশু-কিশোরদের জন্য Parental Guidance ফিচার এর মাধ্যমে Safe internet সেবা
 
বর্তমান সময়ে ইন্টারনেটে শিশু ও কিশোর/ কিশোরীদের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে ইতিবাচক সুবিধার পাশাপাশি এর অপব্যবহারও ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছে। ফলে ডিজিটাল মাধ্যমে প্রাপ্ত তথ্য আমাদের জীবনকে যেমন সহজ ও গতিশীল করেছে, অন্যদিকে এর অনৈতিক ব্যবহার বিভিন্ন ক্ষেত্রে সামাজিক অবক্ষয়ের এবং আইন-শৃঙ্খলার অবনতির কারণ হয়ে দাড়িয়েছে। এক্ষেত্রে শিশু ও কিশোর/ কিশোরীদের অভিভাবকদের সচেতনতার উদ্দেশ্যে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা গ্রহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) হতে Parental Guidance সংক্রান্ত ব্যবস্থা গ্রহনের মাধ্যমে শিশু ও কিশোরদের ইন্টারনেটের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা আইএসপি প্রতিষ্ঠান সমূহকে প্রদান করা হয়েছে। এছাড়াও গ্রাহকদের এ সংক্রান্ত ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
 
 
Safe internet service using Parental Guidance feature for children and teenagers through ISP
 
At present, the use of internet among children and teenagers has increased. In addition to the positive benefits of using various websites and social media, its misuse is also on the rise. As a result, information obtained through digital has made our lives easier and more dynamic, while its unethical use has led to social degradation and deterioration of law and order in various fields. In this regard, for the purpose of raising awareness among the parents of children and teenagers, necessary instructions have been provided to the ISPs to ensure proper use of internet for children and adolescents by taking measures related to Parental Guidance from the concerned Internet Service Providers (ISPs). A awareness circulation has also been issued to motivate the customers in this regard.