লাইসেন্সবিহীন/অবৈধ টেলিযোগাযোগ সেবা প্রদান বন্ধ করা
 
লাইসেন্সবিহীন/অবৈধ যেকোন ধরণের টেলিযোগাযোগ সেবা প্রদান বন্ধ করা সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা হয়।
 
সেবা গ্রহণ পদ্ধতিঃ 
* গ্রাহক-কে আবেদন করতে হবে। 
* উক্ত আবেদন চেয়ারম্যান, বিটিআরসি বরাবর করতে হবে। প্রয়োজনে দৃষ্টি আকর্ষনে পরিচালক (ইএন্ডআই)-কে রাখতে হবে।  
* উক্ত আবেদনপত্রে (অভিযোগের তথ্য প্রমাণসহ) সংশ্লিষ্ট  অন্যান্য কাগজপত্র  (যদি থাকে) সংযুক্ত করে দিতে হবে। 
* গোপনীয় তথ্য প্রেরণ।
 
 
Stop providing unlicensed / illegal telecommunication services
 
Action is taken to stop providing unlicensed/illegal telecommunication services of any kind.
 
Process of Availing Service:  
* Customer has to apply.
* The application has to be made along with the Chairman, BTRC. If necessary, the Director (E&I) should be kept in the spotlight.
* Other relevant documents (if any) should be attached to the said application form (including proof of complaint information).
* Customer has to provide confidential information.